kalerkantho


ফিলিপাইনে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ১০

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৮ ১১:৩৭ফিলিপাইনে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ১০

শনিবার ফিলিপাইনের বুলাকা নামের এলাকার একটি বাড়ি ওপর বিমান ভেঙে পড়েছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর আগে মৃতের সংখ্যা ৭ জন বলে প্রকাশিত হয়েছিল। 

দ্য ম্যানিলা টাইমস এ তথ্য নিশ্চিত করেছে। 
 
জানা গেছে, শনিবার অবতরণের সময় বাড়ির উপর ভেঙে পড়ে বিমানটি।

বুলাকার পুলিশ সুপার রোমিও কারামাট জানিয়েছেন, বিমানে ক্যাপ্টেনসহ ৬ জন যাত্রী ছিলের। তারা সকলেই মারা গেছেন। যে বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়ে সেখানে আরো চারজন মারা গেছেন।

তিনি জানান, ছয় আসন বিশিষ্ট বিমানটির রেজিস্ট্রি নম্বর আরপি-সি২৯৯। শনিবার সকালে প্লারিডাল বিমানবন্দর থেকে ছাড়ার পর অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। তবে, বিমানটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল তা জানা যায়নি।

সূত্র: সিবিএস নিউজমন্তব্য