kalerkantho


ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর গাড়ি বহরে বোমা হামলা!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৮ ১৯:১৫ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর গাড়ি বহরে বোমা হামলা!

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর গাড়ি বহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বেত হানুন চেকপয়েন্টে ওই হামলা চালানো হয়েছে। তবে হামলার ঘটনায় হামদাল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বোমা হামলার জন্য হামাসকে দায়ী করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ।

হামাস ও ফাতাহ এর দ্বন্দ্বের কারণে সেখানকার অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। গাজা উপত্যকায় ২০০৭ সালে নির্বাচনে জয়লাভের পর ফাতাহর কাছ থেকে নিয়ন্ত্রণ কেড়ে নেয় দলটি। হামাস ও ফাতাহর মধ্যে টানাপোড়েন বৃদ্ধি পেতে থাকে সে সময় থেকেই।

 মন্তব্য