kalerkantho


মিসরের হাজার বছরের পুরনো মসজিদ সংস্কার করছেন সালমান

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৮ ১৭:৪৭মিসরের হাজার বছরের পুরনো মসজিদ সংস্কার করছেন সালমান

মিসরে নির্মিত প্রথম মসজিদ হিসেবে উঠে আসে আমর ইবনে আল আস-এর নাম। কিন্তু বিভিন্ন কারণে কায়রোর আল আজহার মসজিদ বেশ গুরুত্বপূর্ণ। ওই মসজিদকে ঘিরে মিসরে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটেছে।

তবে প্রায় এক হাজার বছরের পুরনো ওই মসজিদ এখন অনেকটাই নাজুক অবস্থায় রয়েছে। সেই মসজিদ পুনরায় সংস্কার করতে চলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

সংস্কারের পর আল আজহার মসজিদ কীরকম আকৃতির হবে তার একটা নকশার উদ্বোধন করেছেন তারা। মঙ্গলবার নকশার উদ্বোধনের সময় সৌদি ক্রাউন প্রিন্স, মিসরের প্রেসিডেন্ট ছাড়াও দু'দেশের ঊর্ধ্বতন কর্মখর্তারা উপস্থিত ছিলেন। মন্তব্য