kalerkantho


ইন্দোনেশিয়ায় ভূমিধসে পাঁচজনের প্রাণহানি, নিখোঁজ ১৫

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:৪৫ইন্দোনেশিয়ায় ভূমিধসে পাঁচজনের প্রাণহানি, নিখোঁজ ১৫

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এক ভূমিধসে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আরো ১৫ জন নিখোঁজ রয়েছে। নিহতরা কৃষক। সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন।

জাভার মধ্যাঞ্চলে ব্রেবেস এলাকায় স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শষ্যের ক্ষেতে কাজ করার সময় এ ভূমিধসের ঘটনা ঘটে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো পুরও নুগরোহো এক বিবৃতি বলেন, ‘কৃষকরা ধানক্ষেতে কাজ করার সময় ভূমিধসে চাপা পড়ে।’

সংস্থা জানায়, উদ্ধার তৎপরতা চলছে।

পার্বত্য এলাকায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণের ফলে আবারো ভূমিধসের আশঙ্কায় স্থানীয়দের ওই এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।মন্তব্য