kalerkantho


‘ফ্যাশন শো’ আয়োজন করবে সৌদি!

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:০৪‘ফ্যাশন শো’ আয়োজন করবে সৌদি!

এই প্রথম 'আরব ফ্যাশন উইক' আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। আগামী ২৬ থেকে ৩১ মার্চ রিয়াদে এই 'ফ্যাশন উইক' অনুষ্ঠিত হবে। দুবাইভিত্তিক আরব ফ্যাশন কাউন্সিল সোমবার তাদের ওয়েবসাইটে একথা জানিয়েছে। 

আরব ফ্যাশন কাউন্সিল জানিয়েছে, আগামী ২৬ থেকে ৩১ মার্চ রিয়াদের অ্যাপেক্স সেন্টারে প্রথম 'ফ্যাশন উইক' অনুষ্ঠিত হবে। অক্টোবরে তাদের রিয়াদেই এর দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রথম 'আরব ফ্যাশন উইক' বিশ্বমানের ইভেন্টের মতোই হবে। এটি সৌদি আরবের পর্যটন,  ভ্রমণ ও বাণিজ্যসহ অর্থনৈতিক খাতগুলোর দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, সৌদি আরবে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বেশকিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর মধ্যে নারী গাড়ি চালানোর অনুমতি, পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনার মতো বিষয়গুলো রয়েছে। সৌদি যুবরাজের নেতৃত্বে দেশটিত যে সংস্কার চলছে ‘ফ্যাশন উইক’ আয়োজন তার সর্বশেষ নমুনা। 

তথ্যসূত্র: খালিজ টাইমসমন্তব্য