kalerkantho


পাকিস্তানে রোগীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসককে গণপিটুনি

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০১৮ ২৩:৪৯পাকিস্তানে রোগীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসককে গণপিটুনি

জয়নাব ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়ার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের মিরপুর খাস সিভিল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার যৌন হয়রানির অভিযোগে রোগীর স্বজনরা ওই চিকিৎসককে গণপিটুনি দিয়েছে।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাদের সহকর্মীর প্রতি সমর্থন জানিয়ে মঙ্গলবার ধর্মঘট পালন করেন। অথচ ওই চিকিৎসকের বিরুদ্ধে আরেক চিকিৎসককেও যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের অন্যতম সরকারি হাসপাতালে। ওই হাসপাতালের একজন নার্সের ভাষ্য অনুযায়ী, ওই চিকিৎসক তার অধীনস্থ নারী চিকিৎসকদেরও যৌন হয়রানি করেন।

তিনি আরো বলেন, অপারেশনের সময়ও নারীদের সঙ্গে যৌন উত্তেজক কথা বলেন তিনি। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি।

তিনি আরো বলেন, যেসব নারী নার্স রাতে দায়িত্ব পালন করেন তাদের অনেককেই কুপ্রস্তাব দেন ওই চিকিৎসক। জনতার হাতে ওই চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তারা সন্তুষ্ট বলেও জানান তিনি।মন্তব্য