kalerkantho


জন্মের দিনই ১০ লাখ শিশু মারা যাচ্ছে প্রতিবছর!

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:১২জন্মের দিনই ১০ লাখ শিশু মারা যাচ্ছে প্রতিবছর!

জন্ম গ্রহণের দিনই প্রতিবছর অন্তত ১০ লাখ শিশু মারা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি আরো জানিয়েছে, জন্মের প্রথম মাসে আরো অন্তত ১৬ লাখ শিশু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়।  

মঙ্গলবার ইউনিসেফের প্রকাশ করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, আফ্রিকা এবং আফগানিস্তানে জন্মগ্রহণের পর শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি।

সময়ের আগেই জন্মগ্রহণের কারণে অন্তত ৮০ শতাংশ মৃত্যু ঘটছে। অথচ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে এসব শিশুর অনেককেই বাঁচানো সম্ভব হতো বলে জানিয়েছে ইউনিসেফ।

আর্থিক সঙ্কট, অস্থিরাবস্থা, দুর্বল স্বাস্থ্যকেন্দ্রের কারণে শিশু মৃত্যু হচ্ছে। এমনকি বাচ্চা প্রসব করানোর সময় সহযোগী না নিয়ে একাকী চেষ্টা করার ফলেও শিশু মৃত্যুর ঘটনা ঘটছে।

সূত্র : আলজাজিরামন্তব্য