kalerkantho


ট্রেনিংয়ে গিয়ে খেতে হল সাপের রক্ত!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ২২:২১ট্রেনিংয়ে গিয়ে খেতে হল সাপের রক্ত!

প্রতি বছর ট্রেনিংয়ে গিয়ে সাপের রক্ত, মাংস খেতে হয় তাদের। শুধু তাই নয়, এই ট্রেনিংয়ে মাকড়সা, কাঁকড়াবিছের শরীর থেকে কীভাবে বিষ বের করতে হয়, শেখানো হয় তাও। 

মার্কিন ও থাইল্যান্ডের নৌ–বাহিনীর সদস্যদের বছরে একবার যেতে হয় ‘‌বার্ষিক কোবরা গোল্ড যু্দ্ধ’‌ খেলায়। ৩৭ বছরে পড়ল এই খেলা। সামরিক ট্রেনিংয়ের একটি বড় অংশ এই খেলা। আমেরিকা, থাইল্যান্ড ছাড়াও অন্যান্য দেশের নৌ–বাহিনীর সদস্যদের টানা ১০ দিন গভীর জঙ্গলে কাটাতে হয়। 

সাপের রক্ত, মাংস, কাঁকড়াবিছে খেয়েই এই দশ দিন কাটাতে হয় তাদের। এবার সেই ট্রেনিং বসেছিল থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে। যেখানে নৌ–বাহিনীর সদস্যদের সাপের রক্ত, মাংস খেতে দেখা গেছে। শুধু তাই নয়, এই ট্রেনিংয়ে মাকড়সা, কাঁকড়াবিছের শরীর থেকে কীভাবে বিষ বের করতে হয়, শেখানো হয় তাও। এমনকি কোন গাছ খাওয়া যায়, তাঁও খুঁজে বের করতে হয় সামরিক বাহিনীর সদস্যদের। 

ট্রেনিংয়ের কর্মকর্তা মেজর চাইওয়াত ল্যাডসিন বলেছেন, জঙ্গলে কীভাবে বেঁচে থাকতে হয় তাই শেখানো হয় এই ট্রেনিংয়ে।

আমেরিকা নৌ–বাহিনীর অন্যতম আধিকারিক ক্রিস্টোফার ফিফি জানিয়েছেন, ‘এই প্রথম সাপের রক্ত খেলাম। এ এক অন্য ধরণের অভিজ্ঞতা।

 বিভিন্ন দেশের নৌ–বাহিনীর অন্তত ৬৮০০ সদস্য এবার যোগ দিয়েছিলেন বিশেষ ট্রেনিংয়ে।মন্তব্য