kalerkantho


অক্সফাম কেলেংকারী: যৌন কর্মী ভাড়া করার স্বীকারোক্তি ডিরেক্টরের

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:০৯অক্সফাম কেলেংকারী: যৌন কর্মী ভাড়া করার স্বীকারোক্তি ডিরেক্টরের

দাতব্য সংস্থা অক্সফামের সাবেক কান্ট্রি ডিরেক্টর রোল্যান্ড বন হোওয়্যারমিরেন তার বাসভবনে যৌন কর্মীদের ভাড়া করে আনার কথা স্বীকার করেছেন। যৌন কেলেংকারির বিষয়ে দাতব্য সংস্থাটির অভ্যন্তরীণ তদন্ত চলাকালে এ কথা স্বীকার করেন তিনি। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। 

আরো পড়ুন: ফেসবুকে অস্ত্রসহ ছবি: তোপের মুখে অস্ট্রেলীয় এমপি

হাইতিতে অক্সফামের কান্ট্রি ডিরেক্টর ছিলেন রোল্যান্ড বন হোওয়্যারমিরেন। যৌন কেলেংকারির কারণে অক্সফামের যে তিনজন কর্মী পদত্যাগ করেছেন তিনি তাদের একজন। ২০১০ সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর দেশটির জনগণকে সহযোগিতা করতে সেখানে যান তারা।

এদিকে, হাইতিতে পতিতালয়ে যাওয়ার কথা অস্বীকার করে তিনি অক্সফামকে জানান, তিনি তার বাসভবনে প্রায় তিনবার কারো-কারো সাথে অন্তরঙ্গ সময় কাটালেও এজন্য অর্থ দিতে হয়নি।

আরো পড়ুন: ইরাকে তুর্কি নারীর ফাঁসির আদেশ, ১১ নারীর যাবজ্জীবন

অক্সফামের প্রতিবেদনে বলছে, এই পরিচালক তার ওজিবি (অক্সফাম গ্রেট ব্রিটেন) বাসভবনে পতিতাদের ব্যবহারের কথা স্বীকার করেছেন।

তথ্যসূত্র: এএফপিমন্তব্য