kalerkantho


ওয়াশিংটনে এফবিআই সদর দপ্তরের সামনে হামলা

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:৫১ওয়াশিংটনে এফবিআই সদর দপ্তরের সামনে হামলা

মেরিল্যান্ডে মার্কিন ন্যাশনাল সিকিওরিটি এজেন্সির সদর দফতরের অদূরে বুধবার আচমকা হামলায় তিন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

এফবিআই-এর ট্যুইটারে জানানো হয়েছে, তদন্তের জন্য তাদের বালটিমোর দফতরে এজেন্ট পাঠানো হয়েছে।

সিবিএস নিউজ ব্রডকাস্টের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ন্যাশনাল সিকিওরিটি এজেন্সির দফতরে ঢোকার মুখে একটি কালো রঙের এসইউভি পার্ক করা রয়েছে। গাড়ির সামনের কাচে বুলেটের ক্ষত। ঠিক কী ঘটেছে, এখনও তা স্পষ্ট নয়। এফবিআই-এর একটি টিম তদন্তে গিয়েছে। লোকাল পুলিশও এ নিয়ে কিছু জানায়নি।মন্তব্য