kalerkantho


লিবিয়ায় ট্রাক দুর্ঘটনায় ২৩ অভিবাসী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:৪৯লিবিয়ায় ট্রাক দুর্ঘটনায় ২৩ অভিবাসী নিহত

লিবিয়ায় বুধবার এক ট্রাক দুর্ঘটনায় অন্তত ২৩ অভিবাসী নিহত ও শতাধিক আহত হয়েছে। একটি হাসপাতাল সূত্র এএফপিকে একথা জানিয়েছে।

হাসপাতালের মুখপাত্র হাতেম আল-তোয়েজার জানান, বনি ওয়ালিদ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটিতে তিনশ’রও বেশি অভিবাসী ছিলো। তাদের বেশিরভাগই ইরিত্রিয়ান ও সোমালির নাগরিক।মন্তব্য