kalerkantho


শিশু ধর্ষণের অভিযোগে পুলিশি হেফাজতে ৮৩ বছরের বৃদ্ধ!

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৫২শিশু ধর্ষণের অভিযোগে পুলিশি হেফাজতে ৮৩ বছরের বৃদ্ধ!

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৮৩ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে চলতি বছরের ২ ফেব্রুয়ারি এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

থাইল্যান্ডের নাখন সি থাম্মারাটস মং জেলায়। জানা গেছে, ২ ফেব্রুয়ারি থেকে ওই শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত সোমবার তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে তার বাবা-মা।

পুলিশ বলছে, চার বছরের ওই শিশুর প্রতিবেশি অভিযুক্ত ব্যক্তি। প্রায়ই শিশুটির সঙ্গে তিনি খেলতেন। ঘটনার দিন ওই শিশুকে নিজের বাড়ি নিয়ে গিয়ে তার সঙ্গে খেলছিলেন তিনি।

আরো পড়ুন : ভারতে ৫ শহীদ : মুসলিম নেতা ও আর্মি জেনারেল দ্বৈরথ

তবে শিশুটি বাড়ি ফিরে আসার পরও কান্নাকাটি করায় তার দাদি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। পরে তিনিই দেখতে পান, তার নাতনির রক্তক্ষরণ হচ্ছে। পরে শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে আটক ওই ব্যক্তির দাবি, তিনি একেবারেই নির্দোষ। শিশুটির সঙ্গে কেবল খেলার জন্য বাড়ি নিয়ে গেছেন তিনি। তার সঙ্গে কোনো রকম খারাপ আচরণ তিনি করেননি।মন্তব্য