kalerkantho


ইরাকের মোস্ট ওয়ান্টেড তালিকায় সাদ্দামকন্যা থাকলেও বাগদাদি নেই

কালের কণ্ঠ অনলাইন   

৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:০২ইরাকের মোস্ট ওয়ান্টেড তালিকায় সাদ্দামকন্যা থাকলেও বাগদাদি নেই

ছবি অনলাইন

ইরাক সরকার সম্প্রতি ৬০ ব্যক্তির মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদও। আইএস নেতা আবু বাকর আল-বাগদাদির নাম এ তালিকায় নেই।

সাদ্দামকন্যা রাঘাদ বর্তমানে জর্ডানে বসবাস করছেন।

আরো পড়ুন : অলিম্পিকের আগে 'নতুন হুমকি' উত্তর কোরিয়ার সামরিক মহড়া

এবারই প্রথম এমন তালিকা প্রকাশ করা হলো। ইরাক সরকার বলছে, সাম্প্রতিক প্রকাশিত তালিকার এসব ব্যক্তির জঙ্গি সংগঠন আইএসআইএস, আল কায়েদা ও বাথ পার্টির সঙ্গে সম্পর্ক রয়েছে।

আরো পড়ুন : মালদ্বীপে নাশিদের বিচার নিয়ে মুখোমুখি আদালত-সরকার

আইএস নেতা বাগদাদির মৃত্যুর গুজব বহুদিন ধরেই চলছে। ইরাকি কর্তৃপক্ষ হয়ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েই এ তালিকায় তার নাম রাখেনি বলে মনে করছেন অনেকে। তবে ইরাক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

এ তালিকায় রয়েছে ইসলামিক স্টেট (আইএসের) ২৮ জঙ্গি, আল কায়েদার ১২ ও বাথ পার্টির ২০ সন্দেহভাজন। এদের মধ্যে লেবাননের নাগরিক মান বাসুর ছাড়া বাকি সবাই ইরাকি নাগরিক।

সূত্র : আল জাজিরামন্তব্য