kalerkantho


হাঙর দেখলে ভয় পান ট্রাম্প!

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ২২:১৮হাঙর দেখলে ভয় পান ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙর দেখলে ভয় পান! আর তাই, পৃথিবীর সব হাঙরের মৃত্যু কামনা করেন তিনি। সম্প্রতি ট্রাম্পের কথিত প্রেমিকা পর্ন তারকা স্টেফানি ক্লিফোর্ড এই তথ্য দিয়েছেন।

‘ইন টাচ’ সাময়িকীকে ২০১১ সালে এই পর্ন তারকা সাক্ষাৎকার দিলেও এটি বুধবারের আগে প্রকাশিত হয়নি। এতে তাদের প্রেমের কথা স্পষ্টভাবে বর্ণনা করেন যা ২০০৬ সালেরও আগে শুরু হয়েছিল। সাক্ষাৎকারের এক রাতের স্মৃতিচারণা করেন ক্লিফোর্ড। তারা সেই রাতে ট্রাম্পের ঘরে রাতের খাবার খাচ্ছিলেন আর হাঙরের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখছিলেন।

স্টেফানি বলেন, 'ট্রাম্প হাঙরের ওপর নির্মিত একটি বিশেষ অনুষ্ঠান দেখছিলেন। তিনি আচমকা হাঙর নিয়ে আতংকগ্রস্ত হয়ে পড়লেন। ট্রাম্প তখন বলেন-'আমি সবাইকে দান করি, কিন্তু এমন কাউকে দান করিনি, যিনি হাঙরদের সহায়তা করেন। আমি চাই সব হাঙর মরে যাক।’ তার অবস্থা এমন ছিল যে, তিনি ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন।' 

ট্রাম্পের কিছু টুইট ঘাঁটলেই এটা স্পষ্ট হয়ে যায়। এক টুইটে ট্রাম্প বলেছেন, ‘দুঃখিত, আমি একেবারেই হাঙরদের ভক্ত নই। আর চিন্তা করবেন না, আমরা চলে যাওয়ার পরও বহুদিন এগুলো পৃথিবীতে থাকবে।’

তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট
 মন্তব্য