kalerkantho


‘সৌদি ও আমিরাতের যুবরাজ লুট করতে চান কাতারের সম্পদ’

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ০৯:৫১‘সৌদি ও আমিরাতের যুবরাজ লুট করতে চান কাতারের সম্পদ’

কাতারের রাজ পরিবারের সদস্য শেখ আবদুল্লাহ বিন আলি আল-থানির দাবি, তার দেশের সম্পদ লুট করে নিতে চান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের দু'জন যুবরাজ। গত শুক্রবার এক অডিও বার্তায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ও আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন ধরে আমিরাতে 'আটক' থাকার পর কুয়েতে যাওয়ার পরপরই চিকিৎসার জন্য শেখ আবদুল্লাহ বিন আলি আল-থানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় অডিও এক বার্তায় তিনি দাবি করেন, ওই দু'জন যুবরাজ কাতারের সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

আরো পড়ুন : কাবুলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হামলা

তিনি আরো বলেন, আমিরাতে আমাকে আটকে রাখায় নিজের দেশে এতোদিন ফিরে যেতে পারিনি। এমনকি তিনি পরিবারের সঙ্গেও কথা বলতে পারেননি বলেও দাবি করেন।

আল-থানি দাবি করেন, মুহাম্মদ বিন জায়েদ ও মুহাম্মদ বিন সালমানের গোপন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যেই উপসাগরীয় সঙ্কট তৈরি করা হয়েছে। কাতারের ধন-সম্পত্তি ছিনিয়ে নিতেই সঙ্কটটি তারা সৃষ্টি করেছেন।

ওই বার্তায় উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে লড়াইয়ের অবসান ঘটানোর অনুরোধ করেন তিনি। তার দাবি, আমরা এক জাতি।

সূত্র : মিডল ইস্ট মনিটর।মন্তব্য