kalerkantho


মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

কালের কণ্ঠ অনলাইন   

২০ জানুয়ারি, ২০১৮ ১৩:৪৬মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

ভারতের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে মুর্শিদাবাদের বেলডাঙায় বাস উল্টে খাদে পড়লে হতাহতের ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহতদের মধ্যে একজন নারী ও দু'জন শিশু রয়েছে। কুয়াশার কারণে দূরের কিছু সেভাবে দেখতে না পাওয়ায় একটি ট্রাক ওই বাসের কাছাকাছি দ্রুতগতিতে চলে আসে। সেই ট্রাকটিকে পাশ কাটিয়ে পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

আরো পড়ুন : ২০ বছরের আগেই বিয়ে হয় বেশিরভাগ সৌদি নারীর

দুর্ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা সড়ক অবরোধ করেও রাখেন। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।মন্তব্য