kalerkantho


'পাকিস্তানের ওপর চাপ বাড়াবে জাতিসংঘ'

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৮ ২২:০৭'পাকিস্তানের ওপর চাপ বাড়াবে জাতিসংঘ'

পাকিস্তানের ওপর  ক্রমান্বয়ে চাপ বাড়াতে থাকবে জাতিসংঘ। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আরো সচেষ্ট হবে।  বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এ কথা বলেছেন। সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে এনডিটিভি এ কথা জানায়। 

বৃহস্পতিবার আফগানিস্তানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরিদর্শন করেন নিকি হ্যালি। 

সাংবাদিকদের উদ্দেশে নিকি হ্যালি বলেন, ' ইতোমধ্যে জাতিসংঘের ১৫ টি সদস্য-রাষ্ট্রের কাছে পাকিস্তানের ওপর চাপ বাড়ানোর আহবান জানিয়েছে আফগানিস্তান।'

আরো পড়ুন: নিঃসঙ্গদের জন্য নতুন মন্ত্রণালয় ব্রিটেনে !

তিনি বলেন, 'আচরণ পরিবর্তন করতে এবং আলোচনার টেবিলে বসতে পাকিস্তানের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করার আহবান জানিয়েছে তারা।'

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র চলতি মাসের শুরুতে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দেওয়ার বিষয়টি স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, নিজেদের মাটিতে পাকিস্তান সন্ত্রাস ও জঙ্গিবাদকে আশ্রয় দিয়েছে। শুধু তাই নয়, সন্ত্রাসী-জঙ্গিগোষ্ঠীকে সহায়তা দিচ্ছে পাকিস্তান।

তথ্যসূত্র: এনডিটিভিমন্তব্য