kalerkantho

co

আচরণ বদলাতে পাকিস্তানের ওপর চাপ বাড়াবে জাতিসংঘ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৮ ১৪:৪৮আচরণ বদলাতে পাকিস্তানের ওপর চাপ বাড়াবে জাতিসংঘ

পাকিস্তানের আচরণ পরিবর্তনের জন্য দেশটির ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবশ্যই চাপ বাড়াতে থাকবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

বৃহস্পতিবার তিনি আফগানিস্তানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ধরনের মন্তব্য করেন।

নিকি হ্যালি বলেন, আফগানিস্তান ইতোমধ্যেই পাকিস্তানের আচরণ পরিবর্তন করতে এবং আলোচনায় আসার জন্য তাদের ওপর চাপ বাড়াতে জাতিসংঘের ১৫ সদস্য দেশের কাছে আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন : ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

প্রসঙ্গত, পাকিস্তানকে দুই বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদকে সমর্থন, আশ্রয় এবং সহায়তা করার অভিযোগে তাদের সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে নিকি হ্যালির দেশ।

সূত্র : এনডিটিভিমন্তব্য