kalerkantho


ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৮ ১৪:০১ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন এলাকায় ইসরায়েলি সেনার সঙ্গে বন্দুকযুদ্ধে ফিলিস্তিনের একজন তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবারের ওই ঘটনায় ফিলিস্তিনের আরেকজন এবং ইসরায়েলি দু'জন সেনা আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাদের দাবি, ২২ বছর বয়সী আহমেদ নাসের কয়েকজনকে সঙ্গে নিয়ে গত সপ্তাহে ইসরায়েলের একজন বাসিন্দাকে খুন করেছেন।

তাদের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাসেরকে আটকের জন্য অভিযান চালালে তিনি সঙ্গীদের নিয়ে পাল্টা গুলি চালান। এসময় ইসরায়েলি সেনাদের গুলিতে নাসের নিহত হন।

আরো পড়ুন : আরো কমেছে তাপমাত্রা, বরফ জমছে চোখের পাতায়!

ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে টুইটারে এক বিবৃতিতে জানানো হয়, নিজের তৈরি অস্ত্র দিয়ে গুলি চালিয়েছেন নাসের। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা একই ধরনের তথ্য জানিয়েছে।

সূত্র : আলজাজিরামন্তব্য