kalerkantho


চীনে সড়ক দুর্ঘটনা: নিহত ৩, আহত অর্ধশত

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জানুয়ারি, ২০১৮ ১৯:৫৩চীনে সড়ক দুর্ঘটনা: নিহত ৩, আহত অর্ধশত

চীনের দক্ষিণাঞ্চলের গুয়ানঝু-কুনমিং মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।  

বুধবার এই দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি লোক আহত হন বলে জানা গেছে। চীনের পরিবহন কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। 

চীনের কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে দক্ষিণাঞ্চলের গুয়ানঝু-কুনমিং মহাসড়কে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

তারা জানায়, এই দুর্ঘটনায় ৩ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। 
মহাসড়কের একটি অংশ শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনার কারণে বন্ধ রয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। 

তথ্যসূত্র: সিনহুয়া


 

 মন্তব্য