kalerkantho


সৌদি জোট দুষছে, প্রশংসা করলেন ট্রাম্প

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জানুয়ারি, ২০১৮ ১০:৩৮সৌদি জোট দুষছে, প্রশংসা করলেন ট্রাম্প

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কাতারের প্রচেষ্টায় সন্তুষ্ট হয়ে দেশটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলার সময় তাকে ধন্যবাদ জানান ট্রাম্প।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফোনে কথা বলার সময় কাতারের আমির তুরস্কে ছিলেন। তাদের দু'জনের ফোনালাপের ফলে মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সঙ্কট মিটে যাওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে।

এদিকে হোয়াইট হাউসের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কাতরের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রভাব কমিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় দু'দেশ কীভাবে পরষ্পরকে সহায়তা করতে পারে, সে ব্যাপারে আলোচনা হয়েছে তাদের মধ্যে।

আরো পড়ুন : রোহিঙ্গাদের জন্য চিকিৎসক পাঠিয়েছে ইরান

প্রসঙ্গত, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন পালনের অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি জোট। সম্পর্ক ছিন্নের পর সীমান্ত বন্ধ করাসহ আকাশপথ এবং নৌবন্দর বন্ধ করে দেয় সৌদি জোট।

অবরোধ সরিয়ে নেওয়ার জন্য দফায় দফায় শর্ত পাঠালেও দোহা সেসব দাবি নাকচ করে দিয়েছে।

সূত্র : আলজাজিরামন্তব্য