kalerkantho


মাদাগাস্কারে সাইক্লোন-বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ৫১

৬০ হাজার লোক গৃহহীন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জানুয়ারি, ২০১৮ ১৬:৫৮মাদাগাস্কারে সাইক্লোন-বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ৫১

মাদাগাস্কারে ১০ দিন আগে আঘাত হানা সাইক্লোনে মৃতের সংখ্যা বেড়ে ৫১ এ দাঁড়িয়েছে। এদিকে ওই ঝড়ের প্রভাবে দেশটিতে  ভারী  বৃষ্টিপাতের পাশাপাশি বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় প্রায় ৬০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। 

রোববার রাতে মাদাগাস্কারের কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

গত ৫ জানুয়ারি মাদাগাস্কারের পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন 'আভা' আঘাত হানে। এ সাইক্লোনের প্রভাবে নদীর পানি উপচে দেশটির বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। এর ফলে, দেশটির রাজধানীর সাথে অন্য এলাকাগুলোর সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুধু তাই নয়, সেতুগুলো পানিতে ডুবে যায়।

এদিকে, মাদাগাস্কারের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানায়, সাইক্লোন পরবর্তী প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ২২ জন নিখোঁজ রয়েছে। 

এছাড়া, আরো ১ লাখ ৬১ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। 

তথ্যসূত্র: রয়টার্সমন্তব্য