kalerkantho


পোপ ফ্রান্সিসের লাতিন আমেরিকা সফর শুরু

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জানুয়ারি, ২০১৮ ১৪:০৯পোপ ফ্রান্সিসের লাতিন আমেরিকা সফর শুরু

পোপ ফ্রান্সিস আজ সোমবার চিলির রাজধানী সান্টিয়াগো পৌঁছানোর মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী তার লাতিন আমেরিকা সফর শুরু করছেন। এ সময়ে তিনি চিলি ছাড়াও পেরু সফর করবেন।

পোপ এমন এক সময় চিলি ও পেরু সফর করছেন যখন দেশ দু’টির চার্চগুলোতে শিশুদের ওপর যৌন-নির্যাতনের অভিযোগ বেশ আলোচিত বিষয়। বিগত কয়েক বছরে ভ্যাটিকানের আদালতে চিলির ৮০ জন পাদ্রীর বিরুদ্ধে অভিযোগ পাঠানো হয়েছে। এদের অধিকাংশ দোষী সাব্যস্ত হয়েছেন। পোপের সফর চার্চে শিশু নির্যাতন বন্ধে ভুমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

পোপ হিসাবে চিলিতে এটিই তার প্রথম সফর। পোপ তার ৮১ বছর বয়সে এক নতুন চিলিকে প্রত্যক্ষ করবেন, কারণ ১৯৬০ এর দশকে যখন তিনি ছাত্র পাদ্রী ছিলেন তখন আর্জেন্টিনার নাগরিক হিসাবে পোপ ফ্রান্সিস চিলিতে অবস্থান করেছিলেন। সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মিশেল বাচিলেট এর শাসনামলে চিলিতে ব্যাপক পরিবর্তন শুরু হয়।

সফরকালে প্রেসিডেন্ট বাচিলেট পোপের সাথে সাক্ষাৎ করবেন। এ ছাড়া পোপ দেশটির সাবেক সামরিক শাসক পিনোচিটের শাসনামলে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।মন্তব্য