kalerkantho


পেরুতে ভূমিকম্পে নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জানুয়ারি, ২০১৮ ১১:১৫পেরুতে ভূমিকম্পে নিহত ২

পেরুর দক্ষিণাঞ্চলে সাত দশমিক এক মাত্রার ভূমিকম্পে দু'জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শক্তিশালী ওই ভূমিকম্পের আঘাতে বেশ কিছু বাড়ি-ঘর এবং রাস্তা-ঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রবিবার স্থানীয় সময় রাত নয়টা ১৮ মিনিটে দেশটির আরেকুইপার আকারি শহর থেকে ৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।

আরেকুইপার গভর্নর ইয়ামিলা ওসোরিও জানান, ভূমিকম্পের আঘাতে ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেলা শহরে ভবনধসে অপরজন নিহত হয়েছেন বলেও জানান তিনি।

আরো পড়ুন : নেতানিয়াহুর ভারত সফরের এজেন্ডা : প্রতিরক্ষা, বাণিজ্য ও বলিউড

তিনি আরো জানান, ভূমিকম্পের পর বেশ কিছু শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২০০৭ সালের শক্তিশালী ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ নিহত এবং এক হাজার তিনশ মানুষ আহত হয়েছিল। ২০১৩ সালেও দেশটিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।

সূত্র : আলজাজিরামন্তব্য