kalerkantho


গুঁড়া দুধে বিষক্রিয়া সৃষ্টিকারী উপাদান : ৮৩টি দেশ ক্ষতিগ্রস্ত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জানুয়ারি, ২০১৮ ২২:৪৮গুঁড়া দুধে বিষক্রিয়া সৃষ্টিকারী উপাদান : ৮৩টি দেশ ক্ষতিগ্রস্ত

ফ্রান্সের গুঁড়া দুধ কম্পানি ল্যাকটালিস এর গুঁড়া দুধে সালমোনেলার (এক ধরনের ব্যাকটেরিয়া) কারণে ৮৩টি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কম্পানিটি শিশুদের এক কোটি ২০ লাখ বাক্স গুঁড়াদুধ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আজ রবিবার কম্পানির সিইও ফরাসী গণমাধ্যমে এক সাক্ষাতকারে এ কথা জানান।

সাক্ষাতকারে তিনি বলেন, আমরা অবশ্যই এর দায়িত্ব নেব। এক কোটি ২০ লাখেরও বেশি গুঁড়াদুধের বক্স বিষাক্ত হয়ে গেছে।মন্তব্য