kalerkantho


কাতারের রাজ পরিবার কিনেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জানুয়ারি, ২০১৮ ১০:১৩কাতারের রাজ পরিবার কিনেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস

বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস কিনে নিয়েছে কাতারের রাজ পরিবার। এজন্য তিনশ ১৫ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে।

জানা গেছে, সেই দূতাবাসটি একেবারেই পুরনো। এক দশমিক চার বিলিয়ন ডলার খরচ করে সেটি পূর্ণাঙ্গ পাঁচ তারকা হোটেল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন : শীতের 'কারণেই' মা ফিরে পাচ্ছেন ছেলেকে

এদিকে টেমস নদীর তীরে নতুন দূতাবাস তৈরি করেছে যুক্তরাষ্ট্র। নতুন সেই দূতাবাসটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন হওয়ায় বেশ আলোচনা চলছে তা নিয়ে। তবে এখনো সেই দূতাবাস নির্মাণাধীন রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, সামান্য মূল্যে দূতাবাসটি বিক্রি করা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে দূতাবাসটি বিক্রি করা হয়।

১৯৬০ সালে যুক্তরাষ্ট্র সরকার দূতাবাসটি নির্মাণ করেছিল। নয়শ ৯৯ বছর সেটি ব্যবহার করতে পারবে কাতার। জানা গেছে সেখানে ছয়শ কক্ষ রয়েছে।মন্তব্য