kalerkantho


ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জানুয়ারি, ২০১৮ ১২:১৯ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৮ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।

ক্যালিফোর্নিয়া রাজ্য কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, এ সপ্তাহের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বয়স্ক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ফলে এ নিয়ে সেখানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

সান্তা বারবারা কাউন্টির শেরিফ বিল ব্রাউন বলেন, অনুসন্ধান ও উদ্ধারকর্মী দল ৮৭ বছর বয়সী ওই ব্যক্তিকে তার বাসা থেকে উদ্ধার করে। দুই বছরের এক শিশুসহ এখনো ছয়জন নিখোঁজ থাকায় উদ্ধারকর্মীরা তাদের অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে।

মঙ্গলবারের প্রচণ্ড বর্ষণের কারণে মন্টিসিটো পর্বত থেকে ঢল নেমে আসায় এমন ধসের সৃষ্টি হয়। এ ঢলের কারণে ৬৫ টি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং ৪৬২ টি ঘরবাড়ির অনেক ক্ষতি হয়েছে।মন্তব্য