kalerkantho


মহাকাশে থাকার পর উচ্চতা বেড়েছে জাপানি নভোচারীর

কালের কণ্ঠ অনলাইন   

১০ জানুয়ারি, ২০১৮ ০৯:৪৭মহাকাশে থাকার পর উচ্চতা বেড়েছে জাপানি নভোচারীর

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন সপ্তাহ থাকার পর নিজের উচ্চতা নয় সেন্টিমিটার অর্থাৎ তিন দশমিক পাঁচ ইঞ্চি বেড়ে গেছে এক নভোচারীর। এক টুইট বার্তায় জাপানের নরিশিগে কানাই নামের ওই নভোচারী এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সুপ্রভাত সবাইকে। বড় একটি ঘোষণা দিতে চাই। এখানে আমাদের উচ্চতা মাপা হয়েছে। ওয়াও, নয় সে. মি. লম্বা হয়ে গেছি আমি। নিজের এই উচ্চতাকে লতার মতো বেড়ে যাওয়ার সঙ্গেও তুলনা করেছেন তিনি।

তিনি আরো বলেন, এখন ভয় হচ্ছে জুন মাসে ভূপৃষ্ঠে ফেরার সময় রাশিয়ার সয়্যূজ নভোযানে উঠতে পারবো কি না সেটা ভেবে। তার দাবি, গড়ে দুই থেকে পাঁচ সে. মি. উচ্চতা মহাকাশে যাওয়ার পর নভোচারীদের বেড়ে যায়।

বিষেজ্ঞরা বলছেন, মানুষের মেরুদণ্ডের হাড় প্রসারিত হওয়ায় এই উচ্চতা বেড়ে যায় মহাকাশে মধ্যাকর্ষণ শক্তির অভাবে। তবে পৃথিবীতে ফিরে আসার পর সেটা আবার ঠিক হয়ে যায়।মন্তব্য