kalerkantho


সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক নয় : ভারতের সুপ্রিমকোর্ট

কালের কণ্ঠ অনলাইন   

৯ জানুয়ারি, ২০১৮ ১৭:০৩সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক নয় : ভারতের সুপ্রিমকোর্ট

সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়। মঙ্গলবার ভারতের সুপ্রিমকোর্ট এ রায় দিয়েছে।২০১৬ সালের পুরনো রায় প্রত্যাহার করে সংশোধিত এ রায়টি দিল দেশটির সর্বোচ্চ আদালত। 

সোমবার কেন্দ্রীয় সরকার সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে নিজেদের অবস্থান বদল করে। শীর্ষ আদালতকে ওই নির্দেশ প্রত্যাহারের আর্জিও জানায় তারা। এই পরিপ্র্রেক্ষেতি সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো অত্যাবশ্যক নয় বলে রায় দিয়েছে সুপ্রিমকোর্ট।

মোদি সরকার গত বছর সিদ্ধান্ত নেয়, প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো হবে। শিক্ষা প্রতিষ্ঠানেও জাতীয় সঙ্গীত আবশ্যক করার পক্ষে ছিল সরকার।
এদিকে, সুপ্রিমকোর্টের বিচারপতি দীপক মিশ্রের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালে নির্দেশ দেয়, যতক্ষণ না প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত শেষ হচ্ছে ততক্ষণ দর্শকদের দাঁড়িয়ে থাকতে হবে। এর ফলে, মানুষের মধ্যে দেশভক্তি জাগ্রত হবে।

অন্যদিকে, সুপ্রিমকোর্টের অন্য একটি বেঞ্চ ২০১৭ সালের অক্টোবরে ওই নির্দেশে পরিবর্তন আনে। তখন বলা হয়, দর্শকদের উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই। আদালত মনে করে, যিনি দাঁড়ালেন না তিনি যে কম দেশভক্ত, তার কোনো যুক্তি নেই। ওই সময় কেন্দ্রীয় সরকারকে ফের এই সিদ্ধান্ত বিবেচনার নির্দেশও দেয় দেশটির শীর্ষ আদালত।

সরকারের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে বিচারপতি ডি ওয়াই চন্দ্র চূড়। 

তিনি বলেন, বিভিন্ন টুর্নামেন্ট, এমনকি অলিম্পিকেও জাতীয় সঙ্গীত বাজানো হয়। যেখানে অর্ধেক মানুষ বুঝতেই পারেন না এর অর্থ কী। আপনাদের বিবেচনা করে বলা উচিত, কোথায় জাতীয় সঙ্গীত বাজানো যায়, আর কোথায় নয়।

তথ্যসূত্র : এনডিটিভি, আনন্দবাজার মন্তব্য