kalerkantho


ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

৮ জানুয়ারি, ২০১৮ ১২:৩৭ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ গ্রেপ্তার

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। সাম্প্রতিক সময়ে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমান শাসক গোষ্ঠী ও নেতৃত্বের কড়া সমালোচক মনে করা হয় দেশটির পশ্চিমাবিরোধী সাবেক এ প্রেসিডেন্টকে।


আরো পড়ুন : ইসলামাবাদে কারজাই-আহমাদিনেজাদ


রবিবার তাকে গ্রেপ্তারের খবরটি দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। ডেইলি মেইল, আল-আরাবিয়া, এএনআইসহ বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে গ্রেপ্তারের সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এই খবরের সত্যতা ইরানের পক্ষ থেকে পাওয়া যায়নি। গত ডিসেম্বরে বুশেহর শহরে একটি সমাবেশে সংস্কারপন্থী সরকারের বিরুদ্ধে তীর্যক বক্তব্য দিয়েছিলেন কট্টর জাতীয়তাবাদী আহমাদিনেজাদ।


আরো পড়ুন : প্রার্থী হতে পারছেন না আহমাদিনেজাদ


আল-আরাবিয়া জানায়, ইরানের বুশেহর শহরে আহমাদিনেজাদের দেওয়া এক বক্তব্যে বিক্ষোভে উসকানির অভিযোগে তাকে শিরাজ শহর থেকে গ্রেপ্তার করা হয়। গত ডিসেম্বরে বুশেহর শহরের বক্তৃতায় আহমাদিনেজাদ বলেছিলেন, ইরানে অব্যবস্থাপনা চলছে। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার সরকার বিশ্বাস করে, তারা ভূখণ্ড জয় করেছে আর জনগণ হলো বঞ্চিত সমাজ। তিনি বলেন, কয়েকজন বর্তমান নেতা জনগণের সমস্যা এ উদ্বেগ থেকে বিচ্ছিন্ন। তারা সমাজের বাস্তবতা সম্পর্কে কিছুই জানেন না।

 মন্তব্য