kalerkantho


'এই বইয়ের কারণে ট্রাম্পের পতন হবে'

কালের কণ্ঠ অনলাইন   

৭ জানুয়ারি, ২০১৮ ১০:০০'এই বইয়ের কারণে ট্রাম্পের পতন হবে'

ছবি অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি বই লিখেছেন সাংবাদিক মাইকেল ওলফ। তিনি দাবি করেছেন, এ বইয়ের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পতন হবে।

ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা সে বইয়ের কারণে ব্যাপক আলোড়ন পড়ে গেছে। 'ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস' নামে সে বইয়ে দাবি করা হয়েছে যে, ২০১৬ সালের নির্বাচনে জয়ের বিষয়টি বিশ্বাস করতে পারেননি ট্রাম্প।


আরো পড়ুন : ট্রাম্প দম্পতির বিছানার খবর প্রকাশ করে তুমুল বিতর্কে লেখক


এমনকি প্রেসিডেন্ট হওয়ার জন্য নয়, বিশ্বখ্যাতি অর্জনের জন্য নির্বাচনে লড়েছিলেন তিনি। কয়েকদিন ধরে বইটি নিয়ে আলোচনার পর শনিবার মুখ খুললেন ওলফ।

রেডিওতে বিবিসি টুডে প্রোগ্রামে ওলফ বলেন, আমি মনে করি এই বইয়ের মজাদার প্রভাব হল, এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের পতন ঘটবে।


আরো পড়ুন : চিনে নেওয়া যাক ট্রাম্প পরিবারের সদস্যদের


তবে এ বইয়ের প্রতিবাদ করেছেন ট্রাম্প নিজে। এছাড়া তার দীর্ঘদিনের কয়েকজন বন্ধু ও সহকর্মী তার পক্ষে বক্তব্য দিয়েছেন। তবে অনেকে এ বইয়ের জের ধরে ট্রাম্পের সমালোচনাও শুরু করেছেন।

বইটি প্রকাশের পর শুক্রবার রাতভর টুইটারে মাইকেল ওলফ ও সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে আক্রমণ করেন ট্রাম্প। বইটি মিথ্যায় ভরা বলেও দাবি করেছেন তিনি।


আরো পড়ুন : হোয়াইট হাউজে ট্রাম্পের আচরণ 'শিশুর মতো'


তবে বইটি প্রকাশের পর যেসব তথ্য সামনে এসেছে, তাতে ট্রাম্পের পদত্যাগ করা উচিত বলে মনে করেন ওলফ।

ট্রাম্পের প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- 'রাজার কোনো পোশাক নেই' প্রভাব।

তবে তিনি আশা করেন, হঠাৎ করে মানুষ দেখতে বা বুঝতে পারবে যে, 'হায় ঈশ্বর- তার কোনো পোশাক নেই।'

আর এতেই ট্রাম্পের পতন হবে বলে আশা করেন ওলফ।
সূত্র : দ্য সানমন্তব্য