আধ্যাত্মিক এক নারীর সঙ্গে গোপনে প্রেম ছিল। সেই সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বিয়ে না করে উপায় ছিল না। ফলে তড়িঘড়ি সেই নারীকে বিয়ে করেছেন ইমরান খান। শীতে কাতর পাকিস্তান এখন এই গরম খবরে উষ্ণ।
পাকিস্তান সংবাদ মাধ্যমের খবর, গোপনে বিয়ে করেছেন একসময়ের পাকিস্তান ক্রিকেটের কিং খান। যাকে বিয়ে করেছেন সেই নারী আধ্যাত্মিক বিষয়ে জড়িত। লাহোরেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। যদিও বিয়ের বিষয়টি গুজব বলেই জানিয়েছে ইমরানের দল তেহরিক ই ইনসাফ।
পাকিস্তানে গুজব ছিল, এই আধ্যাত্মিক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরেই ইমরান খানের সম্পর্ক ছিল। এবছরের প্রথম দিনই গোপনে বিয়ে করেন ইমরান খান। বিয়ের পরেই তিনি ইসলামাবাদে রাজনৈতিক সভায় অংশ নিতে চলে গিয়েছিলেন। নববধূকে ছেড়ে কেন তিনি হঠাৎ চলে গিয়েছিলেন তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।
পরিস্থিতি সামাল দিতে তেহরিক ই ইনসাফ বিবৃতি দিয়ে জানাল, বিয়ের বিষয়টি একেবারেই গুজব। তবে ওই আধ্যাত্মিক নারীর সঙ্গে ইমরান খানের সম্পর্ক নিয়ে দল মুখ খোলেনি।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের প্রথম স্ত্রী ব্রিটিশ নাগরিক। তাঁর নাম জেমেইমা। যার সঙ্গে ৯ বছর সংসার করেন। ২০০৪ সালের ২২ জুন তাকে তালাক দেওয়ার পর ইমরান দ্বিতীয় বিয়ে করেন রেহাম খানকে। ১০ মাসের মধ্যেই সেই বিয়েও ভেঙে যায়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...