kalerkantho


ভারতের উত্তর প্রদেশে তীব্র শীতে নিহত ৪

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ১৮:৫৮ভারতের উত্তর প্রদেশে তীব্র শীতে নিহত ৪

ছবি : ইন্টারনেট থেকে

ভারতের উত্তর প্রদেশে তীব্র শীতে ৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, ‘গত ১২ ঘণ্টায় রাজ্যের মুজাফ্ফর নগর ও শামলী জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতের রাজধানীর সীমান্তবর্তী এ রাজ্যের কিছু অংশে গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত তাপমাত্রা ছিল ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’

দেশটির এক কর্মকর্তা বলেন, মুজাফ্ফরনগরের মিরানপুর শহরে তীব্র শীতে ৭০ বছর বয়স্ক একজন এবং জানসাথ শহরে ৪০ বছরের একজন মারা যায়। একই জেলার বিহারীগড় গ্রামে ৫০ বছর বয়স্ক একজন দিনমজুর ও মারা যায়। ওই কর্মকর্তা জানান, একই কারণে শামলী রেলওয়ে স্টেশনের কাছে প্রচণ্ড শীতে ৪৮ বছর বয়স্ক আরো একজন লোক মারা যায়। সবগুলো মরাদেহ জেলার হিমঘরে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।মন্তব্য