kalerkantho


ফিলিস্তিনিদের বীরের তথ্যচিত্রের প্রদর্শনী নিষিদ্ধ

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ১২:৪৬ফিলিস্তিনিদের বীরের তথ্যচিত্রের প্রদর্শনী নিষিদ্ধ

ফিলিস্তিনি কিশোরীর ইসরায়েলি সেনাদের চড় দেয়ার ঘটনা নিয়ে একটি তথ্যচিত্র আজ প্রদর্শনীর কথা ছিল সিঙ্গাপুর-ফিলিস্তিন চলচ্চিত্র উৎসবে। কিন্তু মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে পারে আশঙ্কা থেকে তথ্যচিত্রটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। সিঙ্গাপুরের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা বলছে, এই তথ্যচিত্রে এমন বিষয় উপস্থাপন করা হয়েছে, যা আমাদের জনগণের মধ্যে ক্ষোভ ও বিভাজনের জন্ম দেবে। সিঙ্গাপুরের ৫৬ লাখ অধিবাসী চীনের আদিবাসী গোষ্ঠী। এছাড়া সেখানে মুসলিম মালয় এবং সংখ্যালঘু ভারতীয়ও রয়েছে। দেশটিতে ঘৃণা বা বিদ্বেষ ছড়ায় এমন কোনো কিছু প্রদর্শনের ব্যাপারে সেখানে কঠোর বিধিনিষেধ রয়েছে।


আরো পড়ুন:


সিঙ্গাপুর-ফিলিস্তিন চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রগুলোর প্রদর্শন হয়। ২০১৬ সাল থেকে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। একটি তথ্যচিত্র প্রদর্শিত না হলেও বাকি আর যে চারটি ছবি প্রদর্শনের কথা ছিল, সেগুলো নির্দিষ্ট সময়ে দেখানো হচ্ছে আজ। যে তথ্যচিত্রটি নিষিদ্ধ হয়েছে, তাতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী দুই কিশোরীর কাহিনি তুলে ধরা হয়েছে। তাদের একজন আহেদ তামিমিকে মঙ্গলবার রাতে ইসরায়েলি সেনাদের চড় মারার কারণে গ্রেফতার করা হয়।


আরো পড়ুন:


২৯শে ডিসেম্বর জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে পশ্চিম তীরে বিক্ষোভ করছিল ফিলিস্তিনিরা। এ সময় ফিলিস্তিনের সমাজকর্মী তামিমির পরিবারের এক সদস্যের মাথায় গুলি করে ইসরায়েলি সেনারা। এতে বিক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই জন ইসরায়েলি সেনাকে কয়েক দফায় চড় দেন তামিমি। এ কারণে তাকে ফিলিস্তিনিদের বীর' উপাধি দিয়েছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাদের হয়রানিসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে তামিমির বিরুদ্ধে।

সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তথ্যচিত্রটিতে যেভাবে কাহিনি তুলে ধরা হয়েছে, তা জ্বালাময়ী, এর বক্তব্য বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে পারে। এদিকে, চলচ্চিত্র উৎসবের আয়োজক আদেলা ফো সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে তিনি সম্মান জানান এবং এর বিরুদ্ধে আপিল করবেন না। তবে তিনি এ-ও জানিয়েছেন যে, এই ঘটনায় তিনি হতাশ এবং মর্মাহত।
সূত্র: ডয়েচে ভেলে

 মন্তব্য