kalerkantho


সিরিয়ায় বিমান হামলায় ২৩ বেসামরিক নাগরিক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১৩:০৬সিরিয়ায় বিমান হামলায় ২৩ বেসামরিক নাগরিক নিহত

ছবি অনলাইন

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দেশটির বিরোধী দলের শক্তিশালী ঘাঁটি ইস্টার্ন গোতা লক্ষ্য করে রাশিয়া ও আসাদ বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ ২৩ জন নিহত হয়েছে।

বুধবার পরিচালিত এ বিমান হামলায়। নিহতদের মধ্যে তিন শিশু ও ১১ জন নারী রয়েছে। এদের বেশির ভাগই রাশিয়ার বিমান হামলায় নিহত হয়।

ইস্টার্ন গোতার বেশির ভাগ এলাকা জাইশ আল-ইসলাম গ্রুপের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। দামেস্কের পূর্বে ছোট এ ভূ-খণ্ডের অবস্থান।


আরো পড়ুন : মুখোমুখি সিরিয়া-ইসরায়েল


দেশটির মিসরাবা শহরে রাশিয়ার বিমান হামলায় ১৮ জন নিহত হয়। বাকি পাঁচজন সিরিয়ার সরকারি বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারায়।
 
২০১১ সালে সিরিয়া সংঘাত শুরু হওয়ার পর থেকে এতে তিন লাখ ৪০ হাজারের বেশি লোক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

আরো পড়ুন : সিরিয়া যুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে আসাদ সরকারমন্তব্য