kalerkantho


সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের মাথা খারাপ হয়ে গেছে : ট্রাম্প

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১১:১৭সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের মাথা খারাপ হয়ে গেছে : ট্রাম্প

ছবি অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। সম্প্রতি এক বইতে ব্যানন জানিয়েছেন, রাশিয়ানদের সঙ্গে ট্রাম্পপুত্রের বৈঠক রাষ্ট্রদ্রোহের সামিল।

সেই বইতে সমালোচনার পর মার্কিন প্রেসিডেন্ট এমন রূঢ় ভাষায় তার সাবেক চিফ স্ট্র্যাটেজিস্টের সমালোচনা করলেন।

সাংবাদিক মাইকেল ওলফের লেখা বইতে ব্যানন বলেন, ২০১৬র জুনে হওয়া ওই বৈঠকে রাশিয়ানরা হিলারি ক্লিনটন সম্পর্কে বিধ্বংসী তথ্য দেওয়ার প্রস্তাব করেছিল।

বুধবার দেওয়া বিবৃতিতে বলেন ট্রাম্প বলেন, 'আমার বা আমার কাজের সাথে ব্যাননের কোনো সম্পর্ক ছিল না। ওকে যখন বরখাস্ত করা হল, কেবল চাকরিটাই গেল না ওর, মাথাটাও গেল।'

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার ও হোয়াইট হাউজের শুরুর দিনগুলোতে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ব্যানন।
সূত্র : বিবিসিমন্তব্য