kalerkantho


চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অস্বস্তি বাড়িয়েছে প্রতিবেশী দেশগুলোর

কালের কণ্ঠ অনলাইন   

৩ জানুয়ারি, ২০১৮ ১৫:০৩চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অস্বস্তি বাড়িয়েছে প্রতিবেশী দেশগুলোর

ছবি অনলাইন

চীন সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উচ্চগতির ও উচ্চ ক্ষমতাসম্পন্ন এ ক্ষেপণাস্ত্র ভারত ও জাপানের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শুধু যুক্তরাষ্ট্রকেই চ্যালেঞ্জ করবে না ভারত ও জাপানের অস্বস্তি বাড়াবে।


আরো পড়ুন : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দিলো চীন


রিপোর্টে বলা হয়, গত বছর চীন দুটো এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ফলে দুই দেশের সেনাঘাঁটিগুলোকে আরও নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম হবে তারা।

চীনের হাইপারসনিক এ ক্ষেপণাস্ত্রের প্রথমটি গত ১ নভেম্বর পরীক্ষা করা হয়। তার দুই সপ্তাহ পর দ্বিতীয় পরীক্ষাটি করা হয়। দুটো পরীক্ষাই সফল হয়েছে বলে জানিয়েছে চীন।


আরো পড়ুন : শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন


তবে এখনই এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে না চীন। জানা গেছে, ২০২০ সালের মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলো চীনা সেনাদের হাতে যাবে। এতে প্রতিবেশী দেশগুলোর উদ্বেগ বেড়ে গেছে।

সূত্র : ইকনমিক টাইমসমন্তব্য