kalerkantho


ইরানে সহিংসতায় নিহত ১৫

কালের কণ্ঠ অনলাইন   

২ জানুয়ারি, ২০১৮ ১১:৫২ইরানে সহিংসতায় নিহত ১৫

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের একজন সদস্যও রয়েছেন। বিক্ষোভ শুরুর দিকে সরকারিভাবে তেমন দমন-পীড়ন না করা হলেও বর্তমানে সহিংসতা আরো বাড়ছে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় গত ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে বিক্ষোভ শুরু হলেও বর্তমানে অন্যান্য শহরেও তা ছড়িয়ে পড়ছে। বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। 

বিক্ষোভ শুরুর দিকে দুজন নিহত হলেও পরবর্তী তিন দিন হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গত সোমবার সহিংসতার মাত্রা বহুগুণে বেড়ে যায়। 
দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষে অন্তত ১৪ জন বিক্ষোভকারী পুলিশের হাতে নিহত হয়েছে। বিক্ষোভকারীদের হামলায় দেশটির একজন পুলিশ সদস্যও নিহত হন। বিক্ষোভ দমনে অন্তত চার শ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরো বলা হয়, থানায় ও সেনা ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করেছে সশস্ত্র বিক্ষোভকারীরা। তেহরানে বিক্ষোভকারীরা একত্রিত হওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। 
 
দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি সোমবার জানান, জনগণের প্রতিবাদের অধিকার আছে, তবে সহিংসতা মেনে নেওয়া যাবে না। সহিংসতা সৃষ্টিকারীদের ব্যাপারে কঠোর হওয়ারো হুমকি দিয়েছেন তিনি।

একই সুরে কথা বলেছে দেশটির বিপ্লবী রেভ্যুলশনারি গার্ড। বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। 
 
প্রসঙ্গত, দেশটিতে ইসলাম বিপ্লবের পর ২০০৯ সালে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হয়। কঠোর হস্তে সেই বিক্ষোভ দমন করেছিল সরকার। এরপর আবারও নতুন করে এই বিক্ষোভ শুরু হলো।
সূত্র : আলজাজিরামন্তব্য