গত ১৫ বছরে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য হিসাবে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেসব মার্কিন সাহায্যের প্রসঙ্গ তুলে পাকিস্তানের বিরুদ্ধে আজ কার্যত হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ওয়াশিংটনের তরফে দেওয়া সেই চাকার বিনিময়ে পাকিস্তান শুধু মিথ্য আর ছল চাতুরীই দিয়ে গিয়েছে।
তাঁর এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ গত ১৫ বছরে সাহায্যার্থে দিয়েছে। আথচ তারা (পাকিস্তান) আমাদের দিয়ে গিয়েছে মিথ্যা, আর ছলচাতুরী। ভেবেছে আমাদের নেতারা বোকা।’
এখানেই শেষ নয়, পাকিস্তান যে জঙ্গিদের মদদ দিচ্ছে, তাও ট্রাম্প টুইট বার্তায় জানিয়েছেন। কোনও মার্কিন প্রেসিডেন্টের তরফে পাকিস্তানকে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি সম্ভবত এটাই।
এদিকে, ট্রাম্পের এই বক্তব্যের প্রেক্ষিতে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, তাঁর দেশ খুব শীঘ্রই ট্রাম্পের এই টুইটের জবাব দেবে। যার ফলে সত্যিটা সারা বিশ্বের সামনে উঠে আসবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...