kalerkantho


ইরানে সরকারবিরোধী বিক্ষোভ : নিহতের সংখ্যা বেড়ে ১০

কালের কণ্ঠ অনলাইন   

১ জানুয়ারি, ২০১৮ ১৭:৩৬ইরানে সরকারবিরোধী বিক্ষোভ : নিহতের সংখ্যা বেড়ে ১০

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে আরো ২ জন নিহত হয়েছেন। ৫ দিন ধরে এ চলমান আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ১০ এ দাঁড়িয়েছে।
 
গতকাল রবিবার রাতে ইজেহ শহরে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। স্থানীয় এক এমপি একথা জানান।

রবিবার রাতে রাজধানী তেহরানসহ আরো কয়েকটি শহরে সরকারবিরোধী এ বিক্ষোভ হয় বলে জানা গেছে। 

এদিকে, রবিবার দেশটির প্রেসিডেন্ট রুহানী আন্দোলনকারীদের সহিংসতা পরিহার করার আহবান জানান। 

কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না বলে তিনি হুশিয়ার করেন।

তথ্যসূত্র : বিবিসিমন্তব্য