kalerkantho


নিজের বারান্দায় ধূমপানে বারন!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৭ ১৫:৪৮নিজের বারান্দায় ধূমপানে বারন!

নিজের বাড়ির বারান্দায় ধূমপান করা যাবে, তবে দিনের একটি নির্দিষ্ট সময়ে। আর আইন না মানলে হতে পারে কোটি টাকা জরিমানা কিংবা জেল। জার্মানির ডর্টমুন্ড শহরের এক দম্পতি পড়েছেন এক বিরল আইনি জটিলতায়।

নিজের বারান্দায় একটু শান্তিতে সিগারেট খাবেন? ডর্টমুন্ডের ডিয়র্ক ডোভে-র জন্য কাজটা মোটেই সহজ নয়। দুপুর বারোটার আগে সিগারেট খাওয়া শেষ করতে হবে তাঁর, অথবা যেতে হবে জেলে। ডর্টমুন্ডের আঞ্চলিক আদালত জানিয়েছে যে, ডোভে এবং তাঁর স্ত্রী তাদের বাড়ির পেছনের আঙ্গিনায় শুধুমাত্র নির্দিষ্ট সময় ধূমপান করতে পারবেন – মাঝে তিন ঘণ্টার বিরতি চাই।

ডিয়র্ক ডোভে এই বিষয়ে বলেন, ‘‘আমরা দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত সিগারেট খেতে পারবো না, তবে তিনটা থেকে ছয়টা পর্যন্ত পারবো, আবার ছয়টা থেকে নয়টা পর্যন্ত নয়, কিন্তু নয়টা থেকে বারোটা পর্যন্ত আবার পারবো৷ সবসময়ই এটা প্রযোজ্য। আমি রাতের বেলা ভোর তিনটায় অ্যালার্ম সেট করে রেখে উঠে ধূমপান করতে পারি।''

বাড়ির আঙ্গিনায় ধূমপান করলে তাদের প্রতিবেশী এবং হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা বিরক্ত হন। ডোভে তাঁর বারান্দায় একটি ছাদ স্থাপনের পর থেকেই এই সমস্যা শুরু হয়। ছাদের কারণে ধোঁয়া অন্যত্র চলে যায়।

তিনি বলেন, ‘‘প্রতিবেশীরা বলেন যে ধোঁয়া এখান থেকে চিমনির মতো তাদের বারান্দায় চলে যায়, যেটা একটু নীচু। এরপর এটি তাদের ঘরের মধ্যে প্রবেশ করে। সুনির্দিষ্টভাবে বললে তাদের বেসমেন্টে এবং জানালা দিয়ে বেডরুমে প্রবেশ করে।''

গত তিনবছর ধরে এই বিষয় নিয়ে মামলা চলছে। কাউন্টি কোর্ট ডোভে-র ধূমপানে কোনো সমস্যা না দেখলেও আঞ্চলিক আদালত মনে করছে এই অভ্যাস প্রতিবেশীদের বিরক্ত করছে। ফলে ধূমপানের উপর সময়ভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। নির্দিষ্ট সময়ের বাইরে নিজেদের বারান্দায় ধূমপান করলে তার আড়াই লাখ ইউরো জরিমানা বা ছয়মাসের কারাদণ্ড শাস্তি হতে পারে।
 
ডোভের প্রতিবেশীরা সম্ভবত অনেক জার্মানের সঙ্গে একমত পোষণ করেন, যারা ধূমপানের বিরুদ্ধে আরো কঠোর আইন চান। যদিও জার্মানিতে ইতোমধ্যেই ধূমপানের উপর অনেক বিধিনিষেধ চালু রয়েছে। পাব, অফিস এবং বিমানবন্দরের মতো স্থানে যেখানে সেখানে ধূমপান করা যায় না। তবে ব্যক্তিগত পরিসরে ধূমপান নিয়ে বিতর্ক রয়ে গেছে।

-ডিডাব্লিউমন্তব্য