kalerkantho


দলীয় নয় এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবেন পুতিন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৭ ১২:১৮দলীয় নয় এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবেন পুতিন

ছবি অনলাইন

রাশিয়ায় আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রেসিডেন্সি ও প্রধানমন্ত্রিত্ব মিলিয়ে পুতিন প্রায় দুই দশক ধরে দেশ শাসন করছেন। এত দিন ধরে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে এলেও এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি স্বতন্ত্রভাবে লড়ব।


আরো পড়ুন : ছুটিতে মাছ ধরছেন পুতিন


আমি অবশ্যই আশা করছি, জনপ্রিয় কিছু সংগঠন, দলের সমর্থন আমি পাব অথবা আমার দৃষ্টিভঙ্গি যাদের সঙ্গে মিলে যায় এবং আমার দৃষ্টিভঙ্গির প্রতি যাদের সমর্থন আছে, তেমন দলগুলোর সমর্থন আমি পাব। সুতরাং আমি আমাদের জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন প্রত্যাশা করছি। ’


আরো পড়ুন : পুতিন মনে করেন তিনি 'সফল' বলেই তার প্রতিপক্ষ নেই


গতকালের সংবাদ সম্মেলনে পুতিন আরো জানান, তিনি এবার আর্কটিক অঞ্চলে কার্যক্রম বাড়াতে চান। এখান থেকে খনিজ সম্পদ আহরণসহ বিভিন্ন শিল্প কার্যক্রম বাড়াতে চান তিনি। পুতিন এটাও বলেছেন, তিনি আর্কটিক অঞ্চলকে রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ মনে করেন।

সূত্র : এএফপি, বিবিসি।মন্তব্য