kalerkantho


ট্রেন-স্কুলবাসের সংঘর্ষ, নিহত ৪ শিশু

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৭ ০৩:০৩ট্রেন-স্কুলবাসের সংঘর্ষ, নিহত ৪ শিশু

ছবি: ইন্টারনেট থেকে

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের পারপিগনানে বৃহস্পতিবার ট্রেন ও একটি স্কুলবাসের মধ্যে সংঘর্ষে মারা গেল ৪ জন শিশু। আহত হয়েছে আরো ৭ জন। প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে একে “terrible accident” বলেছেন।

জানা গেছে, ১৩-১৭ বছর বয়সের ছেলে মেয়েরা ছিল ওই বাসে। অন্যদিকে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ট্রেনটি আসছিল৷ এই ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে স্কুল বাসটির৷ ঘটনাস্থলেই অনেকে আহত হয়, প্রাণ হারায় ৪ জন শিশু।মন্তব্য