kalerkantho

জাতিসংঘের বাজেটে ২৫০ মিলিয়ন ডলার কমাতে চায় যুক্তরাষ্ট্র

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ডিসেম্বর, ২০১৭ ১২:৪২ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘের বাজেটে ২৫০ মিলিয়ন ডলার কমাতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র জাতিসংঘের আগামী অর্থবছর (২০১৮-২০১৯)-এর মূল বাজেট থেকে ২৫০ মিলিয়ন ডলার কমাতে চায়। 

মঙ্গলবার কূটনীতিকরা জানিয়েছেন, এর প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতিমধ্যেই ২ শ মিলিয়ন ডলার বাজেট সাশ্রয়ের প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রতিবছর জাতিসংঘকে সবচেয়ে বেশি অনুদান দিয়ে থাকে। জাতিসংঘের মূল বাজেটের ২২ শতাংশ আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে।

অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘকে ১৭০ মিলিয়ন ডলার সাশ্রয় করার জন্য বলেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাধারণ পরিষদে ২০১৬-১৭ অর্থবছর থেকে ২ শ মিলিয়ন ডলার সাশ্রয়ের প্রস্তাবসহ ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের দ্বিবার্ষিক বাজেট প্রস্তাব করেছেন।

জাতিসংঘের অপারেশন বাজেট ও শান্তি রক্ষা বাজেট আলাদা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের চাপে শান্তি রক্ষা বাজেট থেকে ইতিমধ্যে ৬ শ মিলিয়ন ডলার কমানো হয়েছে। এসবের প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব সংস্কার কর্মসূচির কথা ঘোষণা করেছেন। সারা বিশ্বে জাতিসংঘের প্রায় ৪০ হাজার কর্মী রয়েছে।

মন্তব্য