kalerkantho


মোটা হয়ে যাচ্ছেন রাহুল গান্ধী!

কালের কণ্ঠ অনলাইন   

১০ ডিসেম্বর, ২০১৭ ১৯:২৩মোটা হয়ে যাচ্ছেন রাহুল গান্ধী!

আগামী সপ্তাহেই তিনি বসতে চলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির মসনদে। আর এই মুহুর্তে তিনি ব্য়াস্ত গুজরাটে নির্বাচনী প্রাচরে। তবে তাঁর এই নির্বাচনী প্রচারের মধ্য়েই উঠে এল এক নতুন বিষয়। তা হল ক্রমাগত মোটা হচ্ছেন রাহুল গান্ধী বাড়ছে ওজন। 

গুজরাটের অঞ্জরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে রাহুল গান্ধী জানান, কিছুদিন আগে তাঁর বাড়িতে তাঁর বোন প্রিয়াঙ্কা গিয়েছিলেন। সেই সময়ে প্রিয়াঙ্কা রাহুলকে বলেন, 'তোমার রান্নাঘরে তো সবই গুজরাটি। খাখরা গুজরাটি, আচার গুজরাটি, বাদাম গুজরাটি'...। 

এই প্রসঙ্গের সুর ধরেই রাহুল জনসভায় বলেন , 'আপনারা আমার স্বভাবই বদলে দিয়েছেন। আমার ওজন বাড়ছে।' 

নির্বাচনের আগে গুজরাটের মানুষের মন পেতে রাহুলের এই মোটা হওয়ার দাবি বলে অনেকেই মনে করছেন। বিরোধিরাও একই মতে বিশ্বাসী। তবে রাহুলের ভাষণের এই অংশটি যে সভায় উপস্থিত সকলের মন কেড়েছে, তা হাততালির আওয়াজেই এদিন স্পষ্ট ছিল।মন্তব্য