kalerkantho


ওবামাকে চিঠির ভেতর বোমা পাঠিয়ে নারী গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

২৫ নভেম্বর, ২০১৭ ১৪:২৭ওবামাকে চিঠির ভেতর বোমা পাঠিয়ে নারী গ্রেপ্তার

ছবি অনলাইন

যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওমাকে বোমা পাঠানোর অভিযোগে টেক্সাসের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে বোমাটি ওবামা খোলেননি। তার কর্মকর্তারা সেটি খোলার সময় সঠিকভাবে না খোলায় তা বিস্ফোরিত হয়নি।

শুধু ওবামাকেই নয়, ২০১৬ সালে ওই নারী প্টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকেও বোমা পাঠিয়েছিলেন।

এতোদিন ওই নারী চুল ছেটে ছদ্মবেশে থাকায় তাকে গ্রেফতার করা যায়নি।
 
মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি আদালতের নথি অনুযায়ী, ওবামা ও টেক্সাসের গভর্নরকে একটি বিস্ফোরক ডিভাইস, একটি মোবাইল ফোন, একটি সিগারেট প্যাকেট এবং একটি সালাদ ড্রেসিংয়ের ক্যাপ পাঠানো হয়েছিল।

ওবামাকে পাঠানো ওই পার্সেলে প্রায় একই বিস্ফোরক ডিভাইস পাঠানো হয়েছিল। তবে তা না ফোটায় কোনো অঘটন ঘটেনি।

সূত্র : টাইমমন্তব্য