kalerkantho


বিয়ের জন্য গণছুটিতে সাংসদরা!

কালের কণ্ঠ অনলাইন   

২৫ নভেম্বর, ২০১৭ ১২:৫০বিয়ের জন্য গণছুটিতে সাংসদরা!

ভারতের হায়দারাবাদে বিধানসভায় অধিবেশন চলছিল। তার মাঝেই বিয়ের জন্য ছুটির আর্জি জানালেন ১০০জন সংসদ সদস্য। এক বিধায়কের ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে সকলে উপস্থিত হলেন অনন্তপুরে।


আরো পড়ুন: 'বিশেষ বিধান' বাতিল দাবি


ভারতের এক সংবাদমাধ্যম বলছে, তেলেগু দেসাম পার্টির ১০০জন বিধায়ক এই বিয়ের অনুষ্ঠানে গেছেন। এরা প্রত্যেকেই বিধানসভায় অধিবেশন শেষ হওয়ার পর স্পিকারের কাছে লিখিতভাবে চিঠির আর্জি জানায়, দু’দিনের ছুটি চেয়ে।


আরো পড়ুন: গর্তে পড়ে স্কুলছাত্র নিহত, ভবন মালিক গ্রেপ্তার


এই বিষয়ে অন্ধ্রপ্রদেশের স্পিকার কোদেলা শিবপ্রসাদ রাও এবং অর্থমন্ত্রী ইয়ানামালা রামকৃষ্ণেন্দু বাবু জানিয়েছেন, এই গণছুটির আবেদন একেবারেই ভিত্তিহীন নয়। সকলেরই এই বিয়েতে যাওয়াটা অনেক বেশি জরুরি। এটি একটি বিশেষ অনুভূতি।

 মন্তব্য