kalerkantho


চলতি বছরেই মার্কিন ভূখণ্ডে হামলার পরিকল্পনা উত্তর কোরিয়ার

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৭ ০৩:৪২চলতি বছরেই মার্কিন ভূখণ্ডে হামলার পরিকল্পনা উত্তর কোরিয়ার

ছবি: ইন্টারনেট থেকে

চলতি বছরের শেষের দিকে মার্কিন মূল ভূখণ্ডে হামলার উপযোগী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করবে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। দক্ষিণ কোরিয়ার সংসদীয় গোয়েন্দা কমিটির অন্যতম সদস্য ই ওয়ান-ইয়ং সংবাদ মাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, পিয়ংইয়ংয়ের সামরিক কর্মসূচি সংক্রান্ত বিষয়ে অধিবেশনে এই তথ্য দেয় ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। এ ছাড়া উত্তর কোরিয়া নতুন করে পরমাণু পরীক্ষা চালাবে বলেও কোনো আভাস পাওয়া যায়নি বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি। ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস আরো বলেছে, তাদের চর এবং বিশ্লেষকরা উত্তর কোরিয়ার তৎপরতার ওপর গভীর নজর রাখছে। সূত্র: ইন্টারনেট


মন্তব্য