kalerkantho


মরক্কোয় খাবার আনতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৫ নারী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৭ ১১:৩৩মরক্কোয় খাবার আনতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৫ নারী নিহত

মরক্কোতে গরিবদের মাঝে বিতরণ করা খাবার আনতে গিয়ে পায়ের নিচে চাপা পড়ে অন্তত ১৫ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। স্থানীয় সময় রবিবার মরক্কোর বোউলালাম শহরে এই ঘটনা ঘটে।  খবর আল জাজিরার।

জানা গেছে, একটি বেসরকারি দাতব্য সংস্থা খাবার বিতরণ করছিল। কয়েকশ নারী সেখানে খাবার আনতে যায়। এতে পদপিষ্ট হয়ে ১৫ নারী মারা যায়। আহত হয় ৪০ জনের মতো। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নারীদের বেশিরভাগেরই বয়স ৪০ বছরের উপরে হবে।

দুর্ঘটনায় হতাহতদের সর্বোচ্চ সাহায্যের নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ মুহাম্মদ। এছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

 মন্তব্য