kalerkantho


আজ দুপুরের মধ্যে মুগাবের পদত্যাগ চায় জানু-পিএফ

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৭ ০২:৪৪আজ দুপুরের মধ্যে মুগাবের পদত্যাগ চায় জানু-পিএফ

ছবি : ইন্টারনেট থেকে

জিম্বাবুয়ের গৃহবন্দী প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে পদত্যাগের জন্য আজ সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তার নিজের দল জানু-পিএফ। পদত্যাগ না করলে, তাকে ইমপিচ বা অভিশংসনেরও হুমকি দিয়েছে এ দলটি। খবর : বিবিসি বাংলা।

এর আগে আজই দলের এক সম্মেলনে তাকে দলের নেতৃত্বের পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট পড়ে। মুগাবের স্ত্রী গ্রেসকেও দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। মুগাবেকে পদত্যাগ করতে রাজী করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন জিম্বাবুয়ের সেনা অধিনায়করা। দেশটির সরকারি মিডিয়াতে দেখা গেছে কয়েকজন সিনিয়র জেনারেল এবং পুলিশ প্রধান হারারেতে প্রেসিডেন্টের বাসভবনে গিয়ে তার সাথে করমর্দন করছেন। সাবেক মুক্তিযোদ্ধাদের এক নেতা হুঁশিয়ার করে বলেছেন, মুগাবে পদত্যাগ না করলে রাস্তায় সহিংসতা শুরু হবে।মন্তব্য